যশোরে আজ শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় দু’ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হলেন সদর উপজেরার কামালপুর গ্রামের হোসেন আলী (৪৮) ও ভাতুড়িয়া গ্রামের হযরত গাজী (৬০)।
সকাল সাড়ে ১০ টার দিকে হোসেন আলী ভ্যান চালিয়ে সতীঘাটা বাজার হতে কুয়াদা বাজারে যাচ্ছিলেন। সাতমাইল নামক স্থানে বিপরীতমুখি প্রাইভেটকারের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বিকেল ৩ টার দিকে শহরের চাঁচড়া চেকপোস্টে সোহাগ পরিবহনের যাত্রীবাহি বাসের ধাক্কায় একটি ইজিবাইকের ৪ ব্যক্তি গুরুতর আহত হন। এর মধ্যে ইজিবাইকের যাত্রী হযরত গাজী যশোর সদর হাসপাতালে মারা যান। এরিপোর্ট লেখা পর্যন্ত অন্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।