কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার যশোরে জাতীয় সঙ্গীত পরিবেশন করেছে উদীচী। সকাল ১০ টায় শহরের ঈদগাহ মোড়ে আইনজীবী ভবনের সামনে সমবেত হন উদীচীর শিল্পী ও কর্মীরা। এসময় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এর পর তারা একসঙ্গে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।
কর্মসূচিতে সূচনা বক্তব্য রাখেন উদীচী যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব। বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি আমিনুর রহমান হিরু। এসময় উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহামুদ হাসান বুলু, মাহবুবুর রহমান মজনু, অধ্যাপক সোলজার রহমান, উদীচীর সহ সাধারণ সম্পাদক আসিফ নিপপন প্রমুখ।