• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫৮ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকার এমন কিছু করবে না যাতে বিতর্ক সৃষ্টি হয় – ধর্ম উপদেষ্টা

জয়দ্যুতি ডেস্ক / ৮৪ বার দেখা হয়েছে
সর্বশেষ : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমাদের দায়িত্ব হচ্ছে আইনের শাসন ফিরিয়ে আনা, রাজনৈতিক স্থিতাবস্তা নিশ্চিত করা। এমন পরিস্থিতি যখনই তৈরি হবে, তখন নির্বাচন কমিশনকে ঢেলে সাজিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত দলকে ক্ষমতা হস্তান্তর করা হবে। অন্তর্বর্তী সরকার এমন কিছু করবে না যাতে বিতর্ক সৃষ্টি হয়। শনিবার দুপুরে রাজশাহী বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন এবং ইসলাম, সনাতন, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বী এবং সুধীজনদের সঙ্গে মতবিনিময়ের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

সম্প্রতি জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে সৃষ্ট মতামতের বিষয়ে জানতে চাইলে ধর্ম উপদেষ্টা বলেন, এগুলো বিতর্ক সৃষ্টির প্রয়াস। আমাদের প্রধান উপদেষ্টাও বারবার বলেছেন, বিতর্ক সৃষ্টি হয়, এমন কোনো জায়গায় আমরা হাত দেব না। আমরা হলাম অন্তর্বর্তী সরকার।

সম্প্রতি মাজার ভাঙার ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মাজার, মসজিদ ও মন্দির ভাঙা গর্হিত কাজ। এগুলো যেভাবে আছে, সেভাবে থাকা দরকার। আমরা দেশবাসীকে জানাতে চাই, এ রকম কোনো দুর্ঘটনা ঘটলে আমাদের ভাতৃত্ববোধ নষ্ট হয়, এগুলো জানালে মুহূর্তের মধ্যেই আমরা আইনগত ব্যবস্থা নেব। আমরা মনে করি, ধর্মীয় প্রতিষ্ঠানে, বিশেষ করে উপাসনালয়ে যারা হামলা চালায়, তারা মানবতার শত্রু। তারা ক্রিমিনাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...