• রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন

আপনাদের ভালোবাসা’ই আমার অমূল্য সম্পদ – বাঘারপাড়া সমাবেশে টি এস আইয়ূব

রিফাত আহম্মেদ / ১৩০ বার দেখা হয়েছে
সর্বশেষ : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব বলেছেন, রাজনীতি করতে গিয়ে আমি অনেক সম্পদ হারিয়েছি। কিন্তু আপনাদের ভালোবাসা’ই আমার অমূল্য সম্পদ। এই সম্পদ নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। অতীতে সংকটে, ক্রান্তিলগ্নে  আপনারা আমার পাশে ছিলেন। আমি আপনাদের পাশে ছিলাম। আগামিতেও আমরা একসঙ্গে এগিয়ে যাবো। যেকোন সংকটে একসঙ্গে লড়বো। শনিবার বাঘারপাড়ার চৌরাস্তায় আয়োজিত সমাবেশের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলার বিএনপির আহবায়ক শামসুর রহমান।

সমাবেশে বক্তব্য রাখেন বাঘারপাড়া পৌর বিএনপি সভাপতি আবদুল হাই মনা, বাঘারপাড়া উপজেলার বিএনপি যুগ্ম আহবায়ক মশিয়ার রহমান, বাঘার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান  আবু তাহের সিদ্দিকী প্রমুখ।

এর আগে শনিবার বিকেলে ঢাকা থেকে সড়ক পথে ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব  বাঘারপাড়ায় আসেন। এসময় সড়কে হাজারো  নেতাকর্মী মোটর সাইকেল শোভাযাত্রা ও ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেয়। চার মাস কারাভোগের পর নেতাকর্মীদের মাঝে ফিরে আবেগ আপ্লুত হন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...