• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:১৩ পূর্বাহ্ন

গোমস্তাপুরে ৮০ নারীর চোখে স্বপ্ন এঁকে দিল হার পাওয়ার প্রকল্প

অলিউল ইসলাম ডালিম, চাাঁপাই নবাবগঞ্জ / ৩১৬ বার দেখা হয়েছে
সর্বশেষ : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

অর্থনৈতিক কর্মকান্ডে নারীর অংশগ্রহনেই নিশ্চিত হয় নারী ক্ষমতায়ন। তথ্য প্রযুক্তির ব্যবহারে আত্মকর্মসংস্থান আর নারীর ক্ষমতায়নে চাঁপাই নবাবগঞ্জ জেলার গোমস্তাপুরের নারীদের নবদিগন্ত উন্মোচন করলো হার পাওয়ার প্রকল্প। এ প্রকল্পের মাধ্যমে ৮০ জন নারী প্রশিক্ষনার্থীর হাতে তুলে দেয়া হয়েছে উন্নতমানের ল্যাপটপ। তথ্যপ্রযুক্তিতে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলে আত্মকর্মী হয়ে স্বাবলম্বী হতে পথ দেখাবে এই প্রকল্প বলেছেন সংশ্লিষ্টরা। গোমস্তাপুর উপজেলা সম্মেলন কক্ষে সকাল দশটায় বসেছিল এমন এক স্বপ্নমেলা। সেই মেলায় স্বপ্নসারথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। যিনি নিজে উপমা হয়ে উজ্জীবিত করেন নারী অংশগ্রহণকারীদের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার জাহিদুল ইসলাম, রাইসঅ্যাপ প্রজেক্ট ম্যানেজার আশরাফুল আলম, প্রোগ্রাম কো-অর্ডিনেটর আসলাম, ওয়েব ডিজাইন প্রশিক্ষক ফজলে রাব্বি, ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষক তুহিন রেজা এবং গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষক নয়ন কুমার।
প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা বলেন, ল্যাপটপ বিতরণ শুধু উপকরণ হস্তান্তর অনুষ্ঠান নয় এটি নব দিগন্তের সূচনালগ্ন। প্রযুক্তির ব্যবহারে নারীরা ঘরে বসেই কর্মসংস্থান সৃষ্টি করে নিজের আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখবে। যা হবে অন্যদের জন্য দৃষ্টান্ত।
অংশগ্রহণকারী নারী উদ্যোক্তা বারকুন নাহার রিতু জানান, হার পাওয়ার কর্মসূচির মাধ্যমে নারী ফ্রিল্যান্সারদের শুধু প্রযুক্তিগত প্রশিক্ষণ নয় বরং তাদের আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করা হয়েছে, যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারেন। যা তার পরিবারের সাথে দেশেরও অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...