• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০৯ পূর্বাহ্ন

বগুড়ায় রাইস ব্রান অয়েল কারখানায় বিস্ফোরণে নিহত ৪

জেলা প্রতিনিধি, বগুড়া / ১৩৪ বার দেখা হয়েছে
সর্বশেষ : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

বগুড়ার শেরপুরে মজুমদার প্রোডাক্টস লিমিটেডের একটি রাইস ব্রান অয়েল ইউনিটে তেলের ট্যাংক বিস্ফোরণে অন্তত চার জন টেকনিশিয়ান নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
বগুড়া শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, দুপুরে শেরপুর মজুমদার প্রোডাক্ট লিমিটেডের রাইস ব্রান তেলের একটি ট্যাংকে মেরামতের কাজ করছিলেন চার জন টেকনিশিয়ান। এ সময় হঠাৎ ট্যাংকটি বিস্ফোরিত হলে ওই চারজন মাটিতে পড়ে যান। পরে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তিনি বলেন, ধারণা করা হচ্ছে মেরামত করার সময়ে ওয়েল্ডিংয়ের আগুনের ফুলকি তেলের ট্যাংকিতে ঢুকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মোহাম্মদ ইমরান (৩২), নীলফামারীর সৈয়দপুরের মোহাম্মদ সাঈদ (৩৮), মোহাম্মদ রুবেল (৩১) ও মোহাম্মদ মনির (২৮)।
নিহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান মেডিকেল ফাড়ির সাব -ইন্সপেক্ট লালন হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...