প্রথমবারের মতো নারী জেলা প্রশাসক (ডিসি) পেল বগুড়া। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হোসনা আফরোজাকে এই দায়িত্ব দেয়া হয়েছে।
হোসনা আফরোজা ২০১৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে। এরপর তিনি দুটি জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।