শুক্রবার ভোরে কক্সবাজারের উখিয়ার পালংখালি হাকিমপাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এবং কক্সবাজার সদর উপজেলা পরিষদ সংলগ্ন দক্ষিণ ডিককুল এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে ছয়জনের মৃত্যু হয়েছে। টানা ভারী বর্ষণের কারণে পাহাড় ধস ঘটেছে বলে জানিয়েছে এলাকাবাসী।
ক্যাম্পে নিহতরা হলো- উখিয়ার পালংখালি ক্যাম্প ১৪ ই-২ ব্লকের বাসিন্দা আব্দুর রহিম, তার দুই শিশুর সন্তান আব্দুল হাফেজ (১০) ও আব্দুল ওয়াহাদ (৪)। এছাড়া সদর উপজেলার দক্ষিণ ডিককুলের মিজানুর রহমানের স্ত্রী আখি মনি এবং তার দুই শিশুকন্যা মিহা জান্নাত নাঈমা ও লতিফা ইসলাম।