খুলনায় বিএনপির চার নেতাকে কারণ দর্শাও (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। চাঁদা দাবির সুনির্দিষ্ট অভিযোগে খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী যৌথ স্বাক্ষরে তাদের শোকজ নোটিশ দেন।শোকজপ্রাপ্তরা হলেন, জেলার তেরখাদা উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক বাবু মোল্লা, সদস্য ফেরদৌস মেম্বার, গাউস মোল্লা ও রবিউল ইসলাম লাকু।
এতে বলা হয়েছে, অভিযুক্তরা শেখ হাসান আল মামুন নামের জনৈক ব্যক্তিকে মারধর করে মুক্তিপণ হিসেবে ১৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। দুই লাখ টাকা সোনালী ব্যাংকের মাধ্যমে এবং বাকি ১১ লাখ টাকার জন্য চাপ প্রয়োগ অব্যাহত রাখেন। বিষয়টি হাসান আল মামুন খুলনা জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব বরাবর লিখিত অভিযোগ করেন। এটি সুস্পষ্টভাবে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড। কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না- এই মর্মে তিনদিনের ভেতর লিখিতভাবে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।