বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানাধীন এলাকায় একই দিনে ট্রেনে কাঁটা পড়ে নারীসহ তিন জনের মৃত্যু হয়েছে। রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে , বৃহস্পতিবার সকালে নাটোর রেল স্টেশনের দক্ষিণ পাশে রেলগেট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত : নগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাঁটা পড়ে নাছির উদ্দীন জুয়েল (৪৫) নামের এক ব্যাক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়। সে খুলনার চক রুপসা এলাকার আব্দুস সালামের ছেলে। এছাড়াও একই দিন বিকেল সাড়ে ৪ টায় নওগাঁর রানীনগর-সাহাগোলা মাঝামাঝি ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্ত :নগর একতা এক্সপ্রেস ট্রেনের নীচে কাঁটা পড়ে আনুমানিক ২৮ বছর বয়সে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। একই দিন বিকেল ৪ টার দিকে নাটোরের নলডাঙ্গার সোনাপাতিল গ্রামের রাজশাহী থেকে নীলফামারীগামী আন্ত:নগর বরেন্দ্র ট্রেনের নিচে কাঁটা পড়ে এহিয়া বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সে নলডাঙ্গার হালতি বিল এলাকার আব্দুর রহিমের স্ত্রী।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ তিনটি মরদেহ উদ্ধার করে। অজ্ঞাত যুবকের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এ সব ঘটনায় রেলওয়ে থানায় পৃথক তিনটি (অপমৃত্যু) ইউডি মামলা দায়ের করা হয়েছে।