ইতিহাস ও ঐতিহ্যের জেলা যশোরের ১৩৫তম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মোঃ আজাহারুল ইসলাম। ১০ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপনে তাকে যশোরের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক হিসেবে রংপুরে কর্মরত ছিলেন। বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা এক দশকেরও বেশি সময় মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
গত ১২ সেপ্টেম্বর যশোর কালেক্টরেট ভবনে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের কাছ থেকে তিনি দায়িত্বভার বুঝে নেন। দায়িত্ব গ্রহণের পর যশোর কালেক্টরেটের কর্মকর্তাবৃন্দের সঙ্গে আলোচনা ও মতবিনিময় সভায় আরো জনবান্ধব ও উদ্ভাবনী জেলা প্রশাসন গড়ে তোলার ব্যাপারে নিজের প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি জেলা ব্র্যান্ডিং জোরদারকরণ, সর্বস্তরের অংশীজনের সহযোগিতায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ সক্রিয়করণের মাধ্যমে জনদুর্ভোগ লাঘবের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি।