• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৩ অপরাহ্ন

টানা বৃষ্টিতে কেশবপুরে বিভিন্ন এলাকা প্লাবিত

উৎপল দে,কেশবপুর / ২৫৫ বার দেখা হয়েছে
সর্বশেষ : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

কেশবপুর পৌরসভাসহ সদর ইউনিয়নের বিভিন্ন অঞ্চল গত দু’দিনের টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে। উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হরিহর নদে স্বাভাবিক জোয়ার-ভাটা না থাকায় নদ উপচে এলাকায় পানি ঢুকে জলাবদ্ধতা বৃদ্ধি পাচ্ছে। আমন খেতের পাশাপাশি মাছের ঘের ও পুকুর ভেসে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে এলাকার মানুষ।
সরেজমিন পৌরসভার মধ্যকুল তেলপাম্প এলাকায় গিয়ে দেখা যায়, বাড়িঘরে পানি ঢুকে পড়ায় এলাকার মানুষ প্রয়োজনীয় জিনিসপত্র অন্যত্র নিয়ে যাচ্ছেন। এ এলাকার বাবলুর রহমান বলেন, রোববার তাদের বাড়ির ভেতর পানি ঢুকে হাঁটু সমান হয়েছে। তলিয়ে গেছে ওই এলাকার শেখাপাড়াটিও। কেশবপুর সদর ইউনিয়নের মূলগ্রামের কৃষক রুহুল আমিন বলেন, তাদের বলধালি বিলের প্রায় দেড় বিঘা জমির আমন ধান তলিয়ে গেছে। ওই বিলের একাধিক কৃষকের আমন খেতসহ মাছের ঘের ডুবে গেছে। মধ্যকুল গ্রামের আব্দুর রহিম বলেন, তার মাছের ঘের ভেসে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এ এলাকায় অনেকের পুকুর তলিয়ে গেছে।
শহরের কাঁচা বাজার আড়তের সভাপতি মশিয়ার রহমান বলেন, বাজারের ভেতর পানি ঢুকে যাওয়ায় ব্যবসায় ব্যাপক ক্ষতি হচ্ছে। মালামাল আনা নেওয়া করতে বিপাকে পড়ছেন ব্যবসায়ীরা। কেশবপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, পৌরসভার অধিকাংশ ওয়ার্ডেই পানি ঢুকে পড়েছে। টানা বৃষ্টি ও হরিহর নদের উপচে পড়া পানির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারণে হাজারো মানুষ বিপাকে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...