যশোরের কেশবপুরের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল চন্দ্র সাহা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, কেশবপুর বাজার বণিক সোসাইটির সভাপতি আব্দুল ওয়াদুদ, ঢাবিয়ান কেশবপুর শাখার সভাপতি নাসির আহমেদ গাজী, মনোজ-ধীরাজ একাডেমির পরিচালক এম এ হালিম প্রমুখ। মতবিনিময় সভায় নবাগত ইউএনও জাকির হোসেন কেশবপুরকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।
এদিন বিকেলে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন ছাত্র ও রাজনীতিবিদদের সাথেও মতবিনিময় করেন।