পানি সরাও, মানুষ বাঁচাও স্লোগানে কেশবপুরের সৃষ্ট জলাবদ্ধতা নিরসনের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জনতার উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বৃহস্পতিবার বিকেলে শহরের ত্রিমোহিনী মোড়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তব্য দেন সন্ময়ক সম্রাট, অরিন চৌধুরী, মিরাজ, অহিদুর রহমান, বাঁধন প্রমূখ।