যশোর সদর উপজেলা চুড়ামনকাটি ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের নারী, শিশু ও সাধারণ মানুষ সাপের আতঙ্কে সময় কাটছে। মুন্সী বাগডাঙ্গার বিশ্বাস পাড়ায় প্রতিনিয়ত ছোট বড় বিভিন্ন জাতের গোখরা সাপ দেখা যাচ্ছে। টানা কয়েকদিনের বৃষ্টির আগে ও পরে মহল্লার কয়েক জনের বাড়িতে গোখরা সাপ দেখা গেছে। কয়েক দিনের ব্যবধানে মারা পড়েছে ১০ টা সাপ ।
এলাকাবাসী জানায় দশ বছর অসুস্থ হয়ে নিজ ঘরে শয্যসায়ী সকো কারিগরের স্ত্রী মনোয়ারা বেগম (৭০) সাড়ে চার ফুট লম্বা একটি গোখরা সাপ মেরেছেন। মনোয়ারার স্বামী শয্যাসায়ী ও বাড়ীতে আর কেহ না থাকায় ঘর থেকে জীবনের ঝুঁকি নিয়ে সাপটি মেরেছেন বলে জানান। একই ভাবে আব্দুল মুজিদের বাড়ি হতে একটি, খোকা মজিদের বাড়ি হতে দুটি, আতর আলীর বাড়ি হতে একটি, মৃত্যু আব্দুর রশিদের বাড়িতে একটি, ফরহাদের বাড়ি হতে একটি গোখরা সাপ মারা পড়েছে।
এছাড়া ঝোপ ঝাড়, রাস্তাঘাট, ঘর, রান্নাঘর সহ বিভিন্ন স্থানে দিনে বা রাতে গোখরা সাপ দেখা যাচ্ছে। যে কারণে নারী ও শিশুসহ সবাই আতঙ্কে সময় পার করছে।