• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩৪ অপরাহ্ন

কেশবপুরে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণসহ বৈষম্য দূরীকরণে শিক্ষকদের মানববন্ধন

উৎপল দে,কেশবপুর / ১৫৭ বার দেখা হয়েছে
সর্বশেষ : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

যশোরের কেশবপুরে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণসহ চার দফা দাবিতে শিক্ষকেরা মানববন্ধন ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের উদ্যোগে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। পরে শিক্ষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন।
চার দফা দাবির ভেতর রয়েছে, বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা, শিক্ষা সংস্কার কমিশন গঠন, শিক্ষা প্রশাসনের কাজের দক্ষতা সম্পন্ন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের পদোন্নতি ও পদায়ন।
মানববন্ধনে বক্তব্য দেন, কেশবপুর উপজেলা বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি এস এম মুনজুর রহমান, বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, মাদরাসা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আরিফ বিল্লাহ, মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি কফিল উদ্দীন প্রমুখ। বক্তারা অতিদ্রুত তাদের ওই চার দফা বাস্তবায়নের দাবি জানান। মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...