চলতি বছরের জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা ক্যাটাগরিতে যশোর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন খাদিজা খাতুন। তিনি কেশবপুর উপজেলার ব্রহ্মকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসাবে কর্মরত। খাদিজা খাতুন ২০০৬ সালে বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে যোগদান করেন । তিনি একজন সৎ ও আর্দশ শিক্ষিকা হিসাবে সুপরিচিত।
তার স্বামী মোঃ জিয়াউর রহমান, গড়ভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত আছেন। খাদিজা খাতুন ২০২২ সালে উপজেলা শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছিলেন। তিনি সকলের দোয়া প্রার্থী।