চলতি বছরের জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে জেলা পর্যায়ে যশোরের শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন বাঘারপাড়ার সহকারী উপজেলা শিক্ষা অফিসার এস এম নুর – এ – এলাহী।
যশোর জেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম এবং কমিটির সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল আলম স্বাক্ষরিত প্রাথমিক শিক্ষা পদক বিজয়ীদের ঘোষিত তালিকা এ তথ্য নিশ্চিত করেছে।
প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের সময়পোযোগী কারিকুলাম তৈরী, ডিজিটাল ক্লাস রুম, ক্লাস্টার ডিজিটালাইজেশনসহ প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে বাঘারপাড়ার সহকারী উপজেলা শিক্ষা অফিসার এস এম নুর – এ – এলাহী’র নানা উদ্যোগ ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।