শিক্ষার্থীদের জেএসসি ও এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের সঙ্গে মিলিয়ে নয় ফল প্রকাশ করা হবে এসএসসি বা সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, কেবল এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসির ফলাফল প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। অক্টোবরের মাঝামাঝি সময়ে প্রকাশিত হবে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল।
এবার এইচএসসি বা সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ৩০ জুন। মোট পরীক্ষার্থী ছিল সাড়ে ১৪ লাখের মতো। সাতটি পরীক্ষা হওয়ার পর সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়ে। তখন পর্যন্ত ছয়টি বিষয়ের পরীক্ষা বাকি ছিল। এ ছাড়া ব্যবহারিক পরীক্ষাও বাকি ছিল। এ পরিস্থিতিতে কয়েক দফায় পরীক্ষা স্থগিত করা হয়। গত মাসে সচিবালয়ের ভেতরে ঢুকে পরীক্ষার্থীরা বিক্ষোভ ও ঘেরাও করলে এবারের এইচএসসি বা সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করতে বাধ্য হয় শিক্ষা বিভাগ।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ফলাফল কীভাবে প্রকাশ করা হবে, সে বিষয়ে সম্ভাব্য প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছিল শিক্ষা বোর্ডগুলো। এখন মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে ফলাফল তৈরি করা হবে।
এ অবস্থায় দুটি বিকল্প নিয়ে ফলাফল প্রকাশের পরিকল্পনা করেছিল শিক্ষা বোর্ডগুলো। এর একটি ছিল, এসএসসি বা সমমানের পরীক্ষার সংশ্লিষ্ট বিষয়ের ৭৫ শতাংশ ও জেএসসি বা সমমানের পরীক্ষার ২৫ শতাংশ নম্বর বিবেচনায় নিয়ে ফল প্রকাশ। আরেকটি হলো, শুধু এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ফল প্রকাশ করা। শেষে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসি ও সমমানের ফল প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।