যশোরের কেশবপুর সম্মিলিত স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে পৌর শহরের কেশবপুর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে ৮০ জন বন্যার্তের মাঝে ওই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিভিন্ন এলাকার বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে দেওয়া হয়েছে চাল, ডাল, তেল ও আলু।
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী এনামুল হাসান নাঈম, বাবু বিশ্বাস, কামরুজ্জামান রাজু, গোলাম কিবরিয়া, এনামুল কবির সবুজ, নাজমুল ইসলাম, শেখ মাহেদুল হাসান ছোটন, বিশ্বাস জাহিদ হাসান, আব্দুল্লাহ, আবু সাঈদ, নয়ন হাসান, সোহেল রানা, শামিমুর রহমান, আবু দাউদ, রাসেল আহমেদ, ইমন হোসেন, তুহিন রেজা, তাজবিদ হোসেন তাজিম, মাসুদ রানা, কামরান হোসাইন, রনি হোসেন, হেলাল খান প্রমুখ। ত্রাণ সামগ্রী পেয়ে বন্যার্তরা খুশি প্রকাশ করেন। এর আগে কেশবপুর সম্মিলিত স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার বন্যার্ত ২০০ পরিবারের মাঝে ও পাইকগাছার হরিণখোলা এলাকার ৪০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী দেওয়া হয়। কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আর্থিক সহায়তা সংগ্রহ করে এসব ত্রাণ সামগ্রী দিয়েছে স্বেচ্ছাসেবীরা।