• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১২ অপরাহ্ন

কেশবপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল ; সভাপতি আবুল হোসেন আজাদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক

উৎপল দে,কেশবপুর / ১৩৪ বার দেখা হয়েছে
সর্বশেষ : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

জাতীয়তাবাদী দল বিএনপি কেশবপুর উপজেলা শাখার দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। দলের অন্যান্য পদে সমঝোতা হলেও ভোট হয়েছে সাধারণ সম্পাদক পদে। শনিবার সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।এ পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

২৮সেপ্টেম্বর কেশবপুর আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে। মোট ৭৮১জন ভোটার,ভোট প্রদান করেন ৭৫০জন, বাতিল হয়েছে ৭টি। আব্দুর রাজ্জাক ৬৫৯, মাসুদুজ্জামান মাসুদ ৮৫ ভোট এবং কে এম খলিলুর রহমান ৮ ভোট পেয়েছেন। সাধারন সম্পাদক পদে বিজয়ী হয়েছেন প্রভাষক আব্দুর রাজ্জাক। এদিকে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন  আবুল হোসেন আজাদ এবং সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির ও হুমায়ুন কবির সুমন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়ে হন।

নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন জেলা বিএনপির সদস্য সচিব ও প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ সাবেরুল হক সাবু জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও নির্বাচন কমিশনার দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নির্বাচন কমিশনার মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল।পলিং এজেন্টর দায়িত্ব পালন করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিঃ রবিউল ইসলাম,জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক নাজমূল হাসান বাবুল,জেলা ছাত্রদলের সভাপতি রাজেদুল ইসলাম সাগর,সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি,পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি কুতুউদ্দীন বিশ্বাস, পৌর বিএনপির নেতা ওবাইদুল ইসলাম ও আনিসুর রহমান প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...