• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৩ পূর্বাহ্ন

অফিস চলাকালে কার্যালয়ে ঢুকে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

জয়দ্যুতি ডেস্ক / ৮২ বার দেখা হয়েছে
সর্বশেষ : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

অফিস চলাকালে কার্যালয়ে ঢুকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ হত্যাকান্ড ঘটে। এ সময় তিনি ইউনিয়ন পরিষদে নিজ কার্যালয়ে দাপ্তরিক কাজ করছিলেন। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী বেশ কয়েকটি বাড়িতে লুটপাট এবং আগুন লাগিয়ে দেয়।

এলাকাবাসীরা জানান, সরকার পতনের পর তিনি নিয়মিত পরিষদে যেতেন। সোমবার সকালেও অন্য দিনের মতো বাড়ি থেকে সামান্য দূরে অবস্থিত ফিলিপনগর ইউনিয়ন পরিষদে যান চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু। পরে তিনি নিজ কার্যালয়ে বসে দাপ্তরিক কাজকর্ম করছিলেন। এ সময় ইউনিয়ন পরিষদের কয়েকজন গ্রাম পুলিশ এবং দুইজন ইউপি সদস্য উপস্থিত ছিলেন। এদিকে চেয়ারম্যানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা এলাকায় ব্যাপক তাণ্ডব চালায়। এ সময় বেশ কয়েকটি বাড়িতে লুটপাট ও আগুন লাগিয়ে দেওয়া হয়। এসময় গণমাধ্যম কর্মীরা তথ্য সংগ্রহ ও ছবি তুলতে গেলে তাদের ওপরও চড়া হয় উত্তেজিত জনতা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...