• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৮ অপরাহ্ন

দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কেশবপুরে মতবিনিময়

উৎপল দে,কেশবপুর / ১৫৪ বার দেখা হয়েছে
সর্বশেষ : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

যশোরের কেশবপুরে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনে সহায়তার লক্ষ্যে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়। পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে  সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল চন্দ্র সাহা,  সাধারণ সম্পাদক সুকুমার সাহা, কেন্দ্রীয় কালী মন্দিরের সাধারণ সম্পাদক কনক সেন, উপজেলা বিএনপি নেতা ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন আলা, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির ও হুমায়ূন কবীর সুমন।

অনুষ্ঠান উপস্থাপনা করেন উৎপল দে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...