পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন কিছু দিনের মধ্যেই ভারতীয় সব ধরণের ভিসা চালু হবে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ ও সমসাময়িক ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ।
সম্প্রতি নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠক করেছেন। সেখানে ভিসা ইস্যুতে আলোচনা হয়েছে জানিয়ে তৌহিদ হোসেন বলেন, তারা (ভারত) একটু ভিসা নিয়ে কথা বলেছেন। এখন মেডিকেল ভিসা চালু আছে। তারা আশা করছেন, কিছু দিনের মধ্যে এটা চালু হয়ে যাবে। তারা সব ভিসা চালু করতে পারবে বলে আশা প্রকাশ করেছে। হয়তো বেশিদিন লাগবে না।