• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৮ অপরাহ্ন

‘মানব জীবনের সকল ক্ষেত্রে ইসলামী আইনের আনুগত্য করতে হবে’

জয়দ্যুতি ডেস্ক / ১০৮ বার দেখা হয়েছে
সর্বশেষ : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ঢাকার অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শেখ আব্দুস সামাদ বলেছেন, মানব জীবনের সকল ক্ষেত্রে ইসলামী আইনের আনুগত্য করতে হবে। ইসলামে বৈরাগ্যবাদের কোন স্থান নেই। নবীর উম্মতের দায়িত্ব হলো প্রচার করা। মানুষকে ইসলামের দাওয়াত দিতে হবে ইলম ও হিকমতের সাথে। ইসলাম প্রতিষ্ঠা হলেই সমাজের শান্তি প্রতিষ্ঠিত হবে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য বৈষম্যহীন ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করতে হবে। আজ শনিবার সকালে যশোর জেলা পরিষদের বিডি হলে সিরাতুন্নবী (স:) উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামী যশোর শহর সাংগঠনিক জেলার উলামা বিভাগ আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যলয়ের দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ডক্টর অলী উল্লাহ, শহর সাংগঠনিক জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট গাজী এনামুল হক। উলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ সভায় সভাপতিত্ব করেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহর সাংগঠনিক জেলার সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, নায়েবে আমীর বেলাল হুসাইন, সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস, অধ্যাপক শামসুজ্জামান, মাওলানা রেজাউল করিম, জেলার সাবেক নায়েবে আমীর আনোয়ার হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুর রহমান সোহাগ, অ্যাডভোকেট শফিকুল ইসলাম। সভা পরিচালনা করেন উলামা বিভাগের সেক্রেটারি শফিকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...