• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ন

বাঘারপাড়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

বাঘারপাড়া ( যশোর) প্রতিনিধি / ১৬৬ বার দেখা হয়েছে
সর্বশেষ : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
oplus_1024

নানা আয়োজনে যশোরের বাঘারপাড়ায় উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। উপজেলা প্রশাসনের আয়োজনে ‘শিক্ষকের কণ্ঠস্বর; শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার’ স্লোগানে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।

শনিবার সকালে উপজেলা চত্বর থেকে র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন  বাঘারপাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইউসুফ মিয়া।

দিবসের আলোচনায় বক্তব্য রাখেন  সাবেক অতিরিক্ত সচিব ও বীরমুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশিকুজ্জামান, শিক্ষা কর্মকর্তা বিশ্বাস মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, জাহিদুল ইসলাম, বাঘারপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন, খাজুরা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুর রহমান , ভিটাবল্যাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আলিম , নারিকেলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদ হোসেন, পাইকপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরুণ কুমার সাহা ও বহররমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকরামুল কবির উজ্বল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন করিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিরণ কুমার পাঠক।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...