• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২১ অপরাহ্ন

কেশবপুরে বন্যা দুর্গতদের মাঝে বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণ

উৎপল দে,কেশবপুর / ২১৪ বার দেখা হয়েছে
সর্বশেষ : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

কেশবপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড বন্যা কবলিত হয়ে সাধারণ মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তার দুই পাশে ও বিভিন্ন স্কুল কলেজে আশ্রয় নিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শনিবার সকালে আশ্রয় নেওয়া মানুষের মাঝে যশোর জেলা বিএনপির পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডঃ সাবেরুল হক সাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, কেশবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, যশোর জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি সহ যশোর জেলা এবং কেশবপুর উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...