সিরাজগঞ্জের কামারখন্দে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করা হয়েছে। রবিবার সকালে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কর্মসূচির আয়োজন করে কামারখন্দ উপজেলা প্রশাসন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা। এসময় সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহিম, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাসহ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে জন্ম ও মৃত্যু নিবন্ধনের গত বছরের জুলাই থেকে এ বছরের জুন পর্যন্ত বিগত এক বছরে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ক্যাটাগরীতি পুরস্কার প্রদান করা হয়।