যশোরের বাঘারপাড়া জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন সকালে উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ মিয়া, সমাজ সেবা কর্মকর্তা আশরাফুল আলম, ওসি (তদন্ত) মকবুল হোসেন, কৃষি কর্মকর্তা সৈয়দা নাসরিন জাহান, দরাজহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হেসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা আইসিটি কর্মকর্তা অজয় কুমার পাল ।