যশোরের বাঘারপাড়ার চাড়াভিটা বাজার থেকে ৮৫ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। শনিবার রাত ১ টা ৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে যশোর নড়াইল সড়কের চাড়াভিটা প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো শার্শা উপজেলার যদুনাথপুর গ্রামের নাছির উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৩৩) , উলাসী খোলপাড়া গ্রামের মৃত আরশাদ আলী কবিরাজের ছেলে মাহাতাব ফকির (৩৪)।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান জানান, ৮৫ বোতল ফেন্সিডিল সহ দুজনকে আটক করা হয়েছে। রোববার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।