চলতি পথে প্রচারণা কর্মী ভেবে ভুল করে বসতে পারেন যে কেউই। যশোরের প্রাণকেন্দ্র দড়াটানার ব্যস্ত সড়কে যানবাহন আর পথচারীদের থামিয়ে প্রচারণা লিফলেট বিলি করতে দেখলে যে কারোই এটাই মনে করা স্বাভাবিক। তবে যারা চিনেন তারা অনেকেই বিস্ময়ের ঘোরে থমকে গেছেন, কেউ এগিয়ে এসে শুভেচ্ছা বিনিময় করে নিয়েছেন বিলি করা লিফলেট। যশোর সিভিল সার্জন অফিসের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে এমন উদ্যোগের পুরোধা সিভিল সার্জন মাহমুদুল হাসান। শুধু কি তিনি একা। পথে নেমেছিলেন ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক, মেডিকেল অফিসার রেহেনেওয়াজসহ পুরো টিম সমেত।
তাদের ডেঙ্গু বিষয়ক প্রচারণা বার্তায় উঠে এসেছে ডেঙ্গু একটি ভাইরাস বাহিত রোগ যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। এই মশা সাধারণত ভোর বেলা ও সন্ধ্যার পূর্বে কামড়ায়। এডিস মশার বংশ বিস্তার রোধের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ করা যায়। সচেতনতার পাশাপাশি রোগের চিকিৎসা ও করণীয় সম্পর্কে নানা দিক ছিল এই প্রচারণায়।
এ সময় তাদের সাথে ছিলেন যশোর সদর ট্রাফিক সার্জেন্ট মাহফুজুর রহমান, সুকান্ত কুমার নাথ, রইচ হোসেন, প্রশান্ত কুমার ঘোষ এবং তাহারিম খান।