ট্রাফিক আইন ও যশোরের উন্নয়নে শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ডা. আব্দুল রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ, ট্রাফিক পুলিশ ও বৈষম্য বিরোধী ছাত্র, যশোর সমন্বিত ভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। সোমবার সকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজুর রহমান, ডা. আব্দুল রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের উপাধ্যক্ষ মনজুরুল ইসলাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যশোরের সমন্বয়ক রাশেদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. আব্দুল রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জে এম ইকবাল হোসেন।
ট্রাফিক আইন ও যশোরের উন্নয়নে শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় অংশ নেন ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের শিক্ষার্থীরা।