যশোরের কেশবপুরে শিশু অধিকার সপ্তাহ ও বিশ্ব শিশু দিবসের বিভিন্ন কর্মসূচি শেষ হয়েছে। সোমবার শিশু অধিকার সপ্তাহের সমাপনী উপলক্ষে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে আলোচনা সভা, চিত্রাংকন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
শিশু শিক্ষার্থী মাইমুনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন। উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আছাদুজ্জামান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান ও চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে। অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।