কেশবপুর সার্বজনীন কেন্দ্রীয় কালী মন্দিরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও থানা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ।
সফরসঙ্গী হিসাবে ছিলেন কেশবপুর পৌর বিএনপি’র সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী সহ উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় মন্দির কমিটির নিকট অনুদান তুলে দেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা ও থানা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ।