• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৪৪ পূর্বাহ্ন

চৌগাছায় দুর্গাপূজা উপলক্ষে জামায়াতে ইসলামীর পোশাক ও উপহার সামগ্রী বিতরণ

রিয়াজুল ইসলাম রিংকু / ৩৪৯ বার দেখা হয়েছে
সর্বশেষ : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

যশোরের চৌগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের কয়েকশ পরিবারের মাঝে নতুন পোশাক ও উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম চৌগাছা উপজেলা শাখা। বুধবার বিকেলে শহরের কামিল মাদ্রাসা হলরুমে এ উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা জামায়াত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ।

প্রধান অতিথির বক্তৃতা করেন চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য প্রার্থী  কেন্দ্রীয় জামায়াতের সুরা সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ বলাই চন্দ্র পাল, উপজেলা জামায়াতের সেক্রেটারী নুরুজ্জামান, সহকারি সেক্রটারী মাষ্টার কামাল আহমেদ, ইসলামি ব্যাংক চৌগাছা শাখার ব্যবস্থাপক মাহাফুজুল হক, সাবেক ইউপি সদস্য গোবিন্দ চন্দ্র রাহা।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা গিয়াস উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক, সেক্রেটারী ডাক্তার জিল্লুর রহমান, জামায়াত নেতা রিজাউল ইসলাম, আব্দুর রহমান, মহি উদ্দীন, হাসানুজ্জামানসহ দলটির নেতা-কর্মী এবং উপজেলার বিভিন্ন গ্রামের হিন্দু পরিবারের অস্বচ্ছল নারী ও পুরুষ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাওলানা আরশাদুল আলম  বলেন, জামায়াতের আমীর ডাক্তার সফিকুর রহমান স্পষ্ট ঘোষণা দিয়েছেন, মুসলমানদের মসিজদ যদি পাহারা দিতে না হয় তাহলে হিন্দুদের মন্দির কেন পাহারা দিতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে সকল ধর্মের মানুষ নিরাপদে তাদের ধর্ম পালন করতে পারবেন। আওয়ামীলীগের সরকার জামায়াত ইসলামকে দীর্ঘ ১৬ বছর আপনাদের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে। আমরা চাইলেও আপনাদের কাছে আসতে পারিনি। আপনারা আসন্ন দুর্গোৎসব পালন করুন, এ ক্ষেত্রে জামায়াত ইসলামী আপনাদের পাশে থাকবে। তিনি আরও বলেছেন, হযরত মুহাম্মদ (সাঃ) বিদায় হজের ভাষণে বলেছেন, সাবধান! ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করবে না, যার যার ধর্ম সে পালন করুন, তোমারা অন্যের ধর্মের লোকজনদের নিরাপত্তা দাও।

আলোচনা শেষে উপজেলার বিভিন্ন এলাকার অস্বচ্ছল সনাতন ধর্মালম্বী পরিবারের সদস্যদের মধ্যে উপহার হিসেবে নতুন কাপড় ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...