• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৩ অপরাহ্ন

দুর্গাপূজায় অস্বচ্ছল পরিবারে মাঝে যশোর জেলা প্রশাসনের খাদ্যসামগ্রী  ও  শিশুদের পোশাক বিতরণ 

জয়দ্যুতি ডেস্ক / ১৯২ বার দেখা হয়েছে
সর্বশেষ : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে যশোরে অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী  ও পূজার উপহার হিসেবে শিশুদের পোশাক বিতরণ করেছে জেলা প্রশাসন। জেলা পরিষদের সহায়তায় এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে কালেক্টরেট সভাকক্ষ অমিত্রাক্ষরে এক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন যশোর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভূঞা। যশোর জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকারসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ।

অনুষ্ঠানে ঋষি সম্প্রদায়ের একশ’ ৫৫টি অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী  এবং একশ’৬৫ জন শিশুর মাঝে পূজার উপহার হিসেবে পোশাক বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...