• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:২৭ অপরাহ্ন

যশোরের চাঁচড়ায় এক নারীকে গলাকেটে হত্যা

জয়দ্যুতি ডেস্ক / ১৩৯ বার দেখা হয়েছে
সর্বশেষ : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

যশোরে নুর নাজমা নামের এক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলাকেটে  হত্যা করা হয়েছে। শুক্রবার বিকেলে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের গোয়ালদহ গ্রামে এই হত্যার ঘটনা ঘটেছে। পারিবারিক কলহ ও শত্রুতার জেরে এই হত্যাকান্ড বলেছে পরিবার ও এলাকাবাসী।

পরিবারের সদস্যদের দেয়া তথ্য মতে, গোয়ালদহ মিয়াপাড়ার  মশিউর রহমানের মেয়ে নুর নাজমা সাথে একই গ্রামের একই পাড়ার মৃতঃ আলাউদ্দীন গাজীর ছেলে সালাউদ্দিনের বিয়ে হয়।  পারিবারিক কলহের জেরে চার মাস আগে ডিভোর্সের মাধ্যমে তাদের দাম্পত্য জীবনের অবসান ঘটে। ডিভোর্স দেয়ার কারণে সালাউদ্দিন ভিকটিমকে নানাভাবে হুমকি প্রদান করে আসছিলেন। এমনকি আজ সকাল ১১টার দিকে সালাউদ্দিন ভিকটিমের পিতার বাড়িতে এসে গালাগালিসহ হত্যার হুমকি দিয়ে চলে যায়। বিকেল তিনটার দিকে নাজমা তার গৃহপালিত গরু নিতে গোয়ালদহ গ্রামের মিকুল ব্রিকস ইটভাটার দক্ষিণ পার্শ্বে ফাঁকা জায়গায় আসলে সালাউদ্দিন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে  ও গলাকেটে হত্যা করে দ্রুত ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পরে গ্রামবাসী মৃতদেহ পড়ে থাকতে দেখে খবর দিলে সকলে সেখানে উপস্থিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...