• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন

জনগণের ভোটেই আমাদের সরকার গঠন করতে হবে; রুমানা মাহমুদ

মাহমুদ সাব্বির / ৮৭ বার দেখা হয়েছে
সর্বশেষ : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

সিরাজগঞ্জের কামারখন্দে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জামতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলামের ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণ সভা হয়েছে। সোমবার সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে দোয়া ও স্মরণ সভা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ বলেন, ক্ষমতায় যেতে হলে আমাদের অনেক পথ অতিক্রম করতে হবে। পুকুর দখল করা বাদ দেন। এসবের সময় এখন না। পৃথিবীতে অনেকেই অত্যাচারিত হয়েছে। আপনাদের ধৈর্য ধরাটা উচিৎ ছিলো।  জনগণের ভোটেই আমদের সরকার গঠন করতে হবে। সাধারণ মানুষের ভালোবাসা দিয়েই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও  বলেন, চায়ের স্টল, শিক্ষার্থী ও সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট চান। ভোট কেন্দ্রে আসতে বলেন এবং আমাদেরকে ভোট দিতে বলেন। এসময় আরও বক্তব্য দেন, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আজিজ সরকারসহ প্রমুখ।

এতে সঞ্চলনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান। উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ দোয়া ও স্মরণ সভায় উপস্থিত হয়ে সাবেক চেয়ারম্যান  নুরুল ইসলামের জন্য মোনাজাত করে দোয়া করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...