সিরাজগঞ্জের কামারখন্দে প্রাইভেটকারের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও ৬জন। সোমবার সাড়ে আটটার দিকে উপজেলার ভদ্রঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি সিরাজগঞ্জ জেলার শাহজাহাদপুর উপজেলার কুরশী গ্রামের কাশেম আলীর ছেলে আকবর আলী। তিনি সিএনজিচালিত অটোরিকশার যাত্রীর ছিলেন। প্রত্যেক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় ৬ জন আহত হয়েছে। তাদেরকে তাৎক্ষণিক স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতরা হলেন শাহজাদপুর উপজেলার খারুয়া জগদদলা গ্রামের চান মিয়ার ছেলে আবু তালেব (২৬), তাড়াশ উপজেলার মাধাইনগর গ্রামের দেবেশ চন্দ্রের ছেলে পুলক কুমার (২৪), রায়গঞ্জ উপজেলার নিমগাছি সোনাগাড়া গ্রামের মৃত: ইমান আলীর ছেলে আব্দুল কাইয়ুম (৫০), সদর উপজেলার শ্যামপুর গ্রামের আজিবার রহমানের ছেলে জাহিদুল ইসলাম (২৩) ও রাজাহার চর গ্রামের আইয়ুব আলীর ছেলে মো: রাশেদ (৩০) এবং উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে রাতুল (২২)।
কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর বর জানান, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে তদন্ত করেছি৷ সড়ক চলাচলের জন্য গাড়িগুলো নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। নিহত ও আহত ব্যক্তির পরিবারে খোঁজ দেওয়া হয়েছে।
কামারখন্দ থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।