যশোরের বাঘারপাড়ায় উপজেলা পরিষদ চত্বর এলাকা ও পৌরসভার নয়টি ওয়ার্ডে ধারাবাহিকভাবে মশক নিধন ও পরিচ্ছন্ন অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার স্কাউট শিক্ষার্থীদের নিয়ে এ কার্যক্রম পরিচালনা করেন।
পরে প্রাণি সম্পদ অফিস চত্বরে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক ইউসুফ মিয়া, কৃষি কর্মকর্তা সৈয়দা নাসরিন জাহান, মৎস্য কর্মকর্তা তহুরা হক, প্রাণি সম্পদ কর্মকর্তা শামছুল আরেফিন, দরাজহাট ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, প্রধান শিক্ষক ইকরামুল কবির উজ্জলসহ পৌরসভার হিসাব রক্ষন কর্মকর্তা জুলফিক্কার আলী, প্রধান সহকারি মধুসূদন পাল প্রমুখ।