• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ন

‘বিগত সরকারের আমলে বড় বৈষম্যের শিকার হয়েছে মুসলমান’

বাঘারপাড়া ( যশোর) প্রতিনিধি / ১৩৮ বার দেখা হয়েছে
সর্বশেষ : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন , বাংলাদেশ ৯২ পার্সেন্ট মুসলমানের দেশ। আর এ দেশে সব থেকে বড় বৈষম্যের শিকার হয়েছে মুসলমান। সরকারি চাকরির ক্ষেত্রে দাড়ি টুপি ওয়ালারা যোগ্যতা থাকার পরও বাদ পড়েছে। মঙ্গলবার বিকালে বাঘারপাড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাঘারপাড়ার এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, ফ্যাসীবাদী সরকারের আমলে সকল প্রকার গুম, খুন, রাহাজানি, সন্ত্রাসী কর্মকান্ড, ভূমি দখল, টেন্ডারবাজি হয়েছে। ব্যাংকগুলো লুট পাট করে দেউলিয়া করে দিছে। এমন কোন অন্যায় নেই যে তা হয়নি। বিশ্বের কোন দেশের সরকার অগণতান্ত্রিকভাবে বেশিদিন টিকে থাাকতে পারেনি। শেখ হাসিনাও তার ব্যতিক্রম নয়। এদেশে আব্রাহাম লিংকনের মতবাদ প্রতিষ্ঠিত হবে না। সকলের সম অধিকার প্রতিষ্ঠা করতে ইসলামী শাসন ব্যাবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে সকল জাতি ধর্মের মানষের অধিকার নিশ্চিত করতে হবে । আগামী নির্বাচকে উদ্দেশ্য করে বলেন সমানুপাতিক হারে সংসদীয় আসন বন্টন করতে হবে। তাহলে সব দলের অংশগ্রহন নিশ্চিত হবে।

ইসলামী আন্দোলন বাঘারপাড়া উপজেলা শাখার আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা  সভাপতি মাওলানা বেলাল হুসাইন। সেক্রেটারি প্রভাষক মাওলানা ফজলুল করিমের সঞ্চলনায়  সমাবেশে আরো বক্তৃতা করেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মাওলানা শোয়াইব হোসেন , যশোর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মিয়া মুহাম্মাদ আব্দুল হালিম , সাবেক সভাপতি মাওলানা অধ্যক্ষ নাজমুল হুদা , সংগঠনের জেলা শাখার নেতা মুহাদ্দিস গোলাম আযম খান, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন, জাতীয় ওলামা মাশায়েখ উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ আবু তাহের ।

অনুষ্ঠান শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাঘারপাড়া শাখার নেতারা সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। সমাবেশ শেষে একই মাঠে মুজাহিদ কমিটির আয়োজনে ওয়াজ মাহফিলে বয়ান পেশ করেন প্রধান অতিথি মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...