• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩০ অপরাহ্ন

চুড়ামনকাটিতে সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি / ২৯৩ বার দেখা হয়েছে
সর্বশেষ : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

মঙ্গলবার বিকালে যশোর সদর উপজেলায় চুড়ামনকাটি ছাতিয়ানতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। যশোর সদর উপজেলার ছয়টি ইউনিয়নের ৩২টি মাদ্রাসা, স্কুল, কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ১২৫ জন প্রতিযোগী নিয়ে প্রতিযোগীতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  মুন্সী মেহেরুল্লাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত কর্নেল মেহের মহব্বত । প্রধান অতিথি ছিলেন যশোর সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি এ্যাডভোকেট গাজী এনামুল হক । প্রধান উপদেষ্টা ছিলেন  যশোর উত্তর শাখা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল হক। বিশেষ অতিথি ছিলেন যশোর সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল হাশিম রেজা, চুড়ামনকাটি ইউনিয়ন জামায়াতে আমীর সাইফুল ইসলাম, ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, যশোর সদর থানা উত্তর শাখা জামায়াতের অফিস বিষয়ক সম্পাদক ও চুড়ামনকাটি ইউনিয়নের জামায়াতের মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী আলমগীর সিদ্দিকী।

যশোর সাংস্কৃতিক সংসদ, নব জাগরণ সাংস্কৃতিক সংসদ, সূর্যদয় সাংস্কৃতিক সংসদ, অমিইদা কালচারাল গ্রুপ, তরঙ্গ শিল্পী গোষ্ঠি ও মুন্সী মেহেরুল্লাহ সাংস্কৃতি সংসদ সহ মোট ৬টি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠি শিল্পীদের নিয়ে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। কোরআন তেলওয়াত, হামদ-নাত ও আযান প্রতিযোগীতায় প্রধান বিচারক আশরাফুল ইসলাম সহ মোট ১২ জন বিচারক ছিলেন।

‘ক’ গ্রুপে কোরআন তেলওয়াতে প্রথম ফারিয়া সুলতানা, দ্বিতীয় মাসুরা খাতুন, তৃতীয় নুসাইবা গালিব। হামদ-নাতে প্রথম হুমাইরা তায়েব, দ্বিতীয় সাইমা, তৃতীয় মরিয়ম খাতুন। আযানে প্রথম এম এ নাকিব, দ্বিতীয় আয়াত হুসাইন, তৃতীয় ফাহিম হোসেন। ‘খ’ গ্রুপে কোরআন তেলওয়াতে প্রথম হয়েছে আল-আমিন, দ্বিতীয় ইব্রাহিম, তৃতীয় জীম হোসেন। হামদ-নাতে প্রথম আয়েমা খাতুন, দ্বিতীয় হাবিবুল্লাহ, তৃতীয় সিহাব আফ্রিদি। আযানে প্রথম রিয়াদ হোসেন, দ্বিতীয় ফাহিম হোসেন, তৃতীয় জীম। বিজয়ীদের হাতে ক্রেষ্ট ও সনদ পত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মুন্সী মেহেরুল্লাহ সাংস্কৃতিক সংসদের ইসলামী সঙ্গীত শিল্পী ও সুরকার কারী আরিফ বিল্লাহ ও হাফেজ আশরাফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...