• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৬ অপরাহ্ন

কেশবপুরে তিন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হলো যে সব পূজামন্ডপ

উৎপল দে,কেশবপুর / ১৭২ বার দেখা হয়েছে
সর্বশেষ : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

যশোরের কেশবপুরে এবার ৯২টি পূজা মন্ডপে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। রোববার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় এ উৎসব সম্পন্ন হয়। উপজেলা প্রশাসন শারদীয় দুর্গাপূজায় তিন ক্যাটাগরিতে এ উপজেলার তিনটি করে শ্রেষ্ঠ পূজামন্ডপ নির্বাচিত করেছে।

সোমবার তথ্যটি নিশ্চিত করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন। এবার কেশবপুর উপজেলা পর্যায়ে তিন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পূজামন্ডপগুলো হলো- পূজামন্ডপে নির্মিত প্রতিমার নান্দনিক বিষয়ক ক্যাটাগরিতে কেশবপুর সার্বজনীন শ্রী শ্রী কেন্দ্রীয় কালী মন্দির প্রথম, কেশবপুর শ্রীগঞ্জ কালীতলা সার্বজনীন দুর্গা মন্দির দ্বিতীয় ও ভেরচি নিমতলা রাধা গোবিন্দ সেবাশ্রম পূজা মন্দির তৃতীয় হয়েছে।

পূজামন্ডপে আলোকসজ্জা ও আনুষঙ্গিক সাজসজ্জা ক্যাটাগরিতে ভেরচি নিমতলা রাধা গোবিন্দ সেবাশ্রম পূজা মন্দির প্রথম, কেশবপুর সার্বজনীন শ্রী শ্রী কেন্দ্রীয় কালী মন্দির দ্বিতীয় ও ভাল্লুকঘর রথখোলা সার্বজনীন পূজা মন্দির তৃতীয় হয়েছে।

এ ছাড়া পূজামন্ডপে নিরাপত্তা রক্ষা সংক্রান্ত পদক্ষেপ বিষয় ক্যাটাগরিতে কেশবপুর শ্রীগঞ্জ কালীতলা সার্বজনীন দুর্গা মন্দির প্রথম, ভেরচি নিমতলা রাধা গোবিন্দ সেবাশ্রম পূজা মন্দির দ্বিতীয় ও সাগরদাঁড়ি মধুসূদন সার্বজনীন পূজা মন্দির তৃতীয় স্থান অধিকার করেছে।

এ ব্যাপারে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, শান্তিপূর্ণভাবে রোববার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। শারদীয় দুর্গাপূজায় তিন ক্যাটাগরিতে কেশবপুর উপজেলার তিনটি করে শ্রেষ্ঠ পূজামন্ডপ নির্বাচিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...