আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বাংলা গানের নতুন প্ল্যাটফর্ম মিউজিক আলফা। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে লোগো উন্মোচনের মধ্য দিয়ে মিউজিক আলফার যাত্রা শুরু হয়।
লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব আবদুল মুক্তাদির, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব ডক্টর জাকিরুল আবেদীন আপেল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাঈমা সুবর্না, সংগীত শিল্পী সুজিত মুস্তফা, ক্লোজআপ তারকা সাব্বির, শিল্পী শান শায়েক অন্তর রহমান, গীতিকার এন আই বুলবুলসহ আরও অনেকে।
মিউজিক আলফা আইয়ের পরিকল্পনাকারী সংগীতশিল্পী শান শায়েক বলেন, গীতিকার, সুরকার-সংগীত পরিচালক ও কয়েকজন শিল্পীর সমন্বয়ে আমাদের মিউজিক আলফা। এখানে আমরা প্রত্যেকে সমানভাবে কাজ করছি। বাংলা গানকে আরও সমৃদ্ধ ও ছড়িয়ে দিতে আমাদের এ প্ল্যাটফর্ম। আমাদের এ যাত্রায় আমরা সবার সহযোগিতা প্রত্যাশা করছি।