• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন

কামারখন্দে ট্রাক ও পিকআপের দুর্ঘটনায় চালক ও হেলপার নিহত

মাহমুদ সাব্বির / ১৫০ বার দেখা হয়েছে
সর্বশেষ : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

সিরাজগঞ্জের কামারখন্দে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয় পিকআপ। এতে পিকআপে থাকা চালক ও হেলপার নিহত হয়।  বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার সীমান্তবাজার এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রংপুরের ঘোড়াঘাট গ্রা‌মের মুক্তার হো‌সে‌নের ছে‌লে আশরাফুল(২৩) ও মোহাম্মদ আলীর ছে‌লে রনি (২২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সা‌ড়ে ৭টার দি‌কে উপজেলার সীমান্তবাজার মহাসড়কে উত্তরবঙ্গগামী রোডের পাশে একটি মালবাহী ট্রাকের ট্রায়ার পাংচার হলে চালক ট্রাক থামিয়ে ট্রায়ার পরিবর্তন কর‌ছি‌লেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী পিকআপ ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমরে মুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার নিহত হন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আনোয়ারুল ইসলাম নিশ্চিত করে বলেন, সকালের ট্রাক পিকআপ দূর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...