যশোরের কেশবপুরে বৃহস্পতিবার সকালে পুকুরের পানিতে ডুবে আরাফাত হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সুফলাকাটি ইউনিয়নের বেতিখোলা গ্রামে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মেম্বার আবুল কালাম পাটোয়ারী পানিতে ডুবে ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বেতিখোলা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আরাফাত হোসেন বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে একটি পুকুর পাড়ে খেলা করার সময় পা পিছলে পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানি থেকে ওই শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে। শিশু আরাফাতের মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।