• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ পূর্বাহ্ন

মর্গে পড়ে আছে লাশ ; পরিচয় মেলেনি কামারখন্দে ভ্যান দুর্ঘটনায় নিহত নারীর

মাহমুদ সাব্বির / ৩৫৫ বার দেখা হয়েছে
সর্বশেষ : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

সিরাজগঞ্জের কামারখন্দে ব্যাটারি চালিত ভ্যান দুর্ঘটনায় এক নারী গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে মৃত্যু হয়েছে। মৃত ওই নারীর পরিচয় না পাওয়ায় তাকে সিরাজগঞ্জ  মর্গে রাখা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩ টায় উপজেলার কর্ণসূতি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরদের বরাত দিয়ে স্থানীয় যুবক  রঞ্জু বাবু বলেন, ওই নারীর ব্যাটারি চালিত একটি ভ্যান গাড়িতে করে জামতৈল যাচ্ছিল। এসময় কর্ণসূতি মোড়ে এক সাইকেল চালককে বাঁচাতে গিয়ে ভ্যান গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এতে ওই নারীর গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগীতায় কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  তাঁর মারা যায়।

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার এম এম সুমনুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই নারীর নাম পরিচয় পাওয়া যায়নি। পরে ওই নারীর লাশ সিরাজগঞ্জ মর্গে পাঠিয়ে দিয়েছি।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...