• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১১ পূর্বাহ্ন

‘বিজয় নিশান উড়ছে ওই’ গানের সুরশ্রষ্টা সুজেয় শ্যাম আর নেই

জয়দ্যুতি ডেস্ক / ১২৩ বার দেখা হয়েছে
সর্বশেষ : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

চলে গেলেন একুশে পদক প্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগীত পরিচালক, সুরকার ও শিল্পী সুজেয় শ্যাম। বৃহস্পতিবার  দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মারা যান তিনি।

সুজেয় শ্যাম দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। কিছুদিন আগে তার হৃদযন্ত্রে  পেসমেকার বসানো হয়। এরপর সুজেয় শ্যামের শরীরের ভেতরে সংক্রমণ হয়। সংক্রমণ পরে রক্তে ছড়িয়ে পড়ে। এ ছাড়াও তিনি ডায়াবেটিস ও কিডনির সমস্যায় আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

গুণী শিল্পী সুজেয় শ্যামের মরদেহ রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে। এরপর রাজধানীর সবুজবাগ বড়দেশ্বরী শ্মশানে তার শেষকৃত্য হবে। সুজেয় শ্যামের মেয়ে রুপা মঞ্জুরী শ্যাম লিজা এ তথ্য জানিয়েছেন।

সংগীত পরিচালক ও সুরকার সুজেয় শ্যামের সুর করা গানগুলোর মধ্যে ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘রক্ত চাই রক্ত চাই’, ‘আহা ধন্য আমার জন্মভূমি’, ‘আয় রে চাষি মজুর কুলি’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’, ‘শোন রে তোরা শোন’ প্রভৃতি উল্লেখযোগ্য।

মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান এবং পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রথম গানটির সুর করেছিলেন সুজেয় শ্যাম। গীতিকার শহীদুল আমিনের লেখা ‘বিজয় নিশান উড়ছে ওই’ গানটির সুর ও সংগীত পরিচালনা করেন তিনি।

সুজেয় শ্যাম সংগীতে অবদানের জন্য ২০১৮ সালে একুশে পদক এবং ২০১৫ সালে শিল্পকলা পদক লাভ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...