সিরাজগঞ্জের কামারখন্দে প্রতি কেজি কাঁচা মরিচ ৩৬০-৪০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া মুলা,বেগুন, ফুলকপি, লাউ, পটলসহ অন্যান্য সবজির দামও বেড়েছে। সবজির দাম এমন লাগামহীনভাবে বৃদ্ধি পাওয়ায় ভোগান্তিতে বেড়েছে সাধারণ মানুষের।
ব্যবসায়ীরা বলছেন, চলতি বছর মরিচ আবাদের শুরুর দিকে, অর্থাৎ এপ্রিল, মে ও জুন মাসে প্রচণ্ড খরা ও গরমে মরিচগাছের ব্যাপক ক্ষতি হয়েছে এজন্য ফলন কমেছে। অন্যদিকে গতকিছুদিন আগে ভারী বর্ষণের কারণে অনেক সবজির ক্ষেত নষ্ট হয়েছে।
তবে ক্রেতা বা সাধারণ মানুষের অভিযোগ ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে সবজিসহ সবকিছুর দামই বেড়েই চলেছে।
বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী আলাউদ্দিন বলেন,যে টাকা বেতন পায় তাতে সংসার চালানো কষ্ট হচ্ছে। তারমতে অসৎ ব্যবসায়ীদের সিন্ডিকেটের জন্যই জিনিসপত্রের দাম বাড়ছে।
ভ্যান চালক আলম বলেন,বর্তমানে গাড়ির বেশি হয়েছে এজন্য আমাদের আয়ও কমেছে। প্রতিদিন যে টাকা আয় করি তাতে সংসার চলে না। শুনলাম দেশ সংস্কার হচ্ছে কিন্তু জিনিসের দাম কমে কেন?
উপজেলার জামতৈল বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩৬০ থেকে ৪০০ টাকায়। মরিচের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সব ধরনের সবজির দাম। প্রতি কেজি শসা ৫০ টাকা, পটোল ৬০ টাকা, করলা ৮০ টাকা, বেগুন ১০০ টাকা, কচুমুখি ৬০ টাকা, মুলা ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। লাউ প্রতিপিস ৬০ টাকা ও মিষ্টিকুমড়া ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।