• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১১ অপরাহ্ন

অপসারণ ঠেকাতে যশোরে ৭২ ইউপি সদস্য’র স্মারকলিপি প্রদান

জয়দ্যুতি ডেস্ক / ৯১ বার দেখা হয়েছে
সর্বশেষ : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

যশোরে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা পাঁচ বছর মেয়াদের আগে  অপসারণ না করার দাবিতে যশোর সদর  উপজেলার সাতটি ইউনিয়নের ৭২ জন  ইউপি সদস্য স্মারকলিপি প্রদান করেছেন। রোববার সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের নিকট এ স্মারক লিপি হস্তান্তর করেন তারা।

স্মারকলিপি হস্তান্তর পূর্ব সমাবেশে বক্তৃতা করেন ফতেপুর  ইউনিয়ন পরিষদের সদস্য আক্তার হোসেন , জিয়াউর রহমান , কচুয়া ইউ পি সদস্য দেলোয়ার হোসেন , তুহিন হোসেন,  ইউ পি সদস্য সাহারার হোসেন সিহাব, সদস্য রেখা খাতুন , শিখা বেগম , রিক্ত বেগম,  সোহেলী বেগম, হৈবতপুর   ইউপি সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন , লেবুতলা  ইউপি সদস্য মোহাম্মদ জবেদ আলী , ফতেপুর ইউপি সদস্য কায়েম আলী,আকরাম হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দলমত নির্বিশেষে জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়েছি। তাদের পদ থেকে অব্যহতি দেয়া হলে প্রান্তিক জনগোষ্ঠী বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। তাই পূর্ণ মেয়াদ পর্যন্ত না রাখা হলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...